Technical Moyaz

  • Home
  • Tech Tips
    • Internet
    • Mobile
    • Computer
  • Downloads
    • Recover Img
    • Custom Rom
    • Software
      • Office
  • Tech Review
    • Mobile Phone
      • Xaiomi
      • Symphony
      • Walton
    • Motherboard
    • Processor
    • Cassing
  • Featured
  • New Tutorials
    • Youtube
    • Blog
  • New Tech

Monday, December 31, 2018

What is Android Root (রুট কি , রুট কেন করবো ,রুটের উপকার , অপকার )

 Al Moyaz     11:23 PM     Android Root     2 comments   

What is Android Root (রুট কি , রুট কেন করবো ,রুটের উপকার , অপকার  )

কেমন আছেন সবাই । আশা করি সবাই ভাল আছেন। আজকে আলোচনা করবো সেই পুরনো আলোচনা যে আলোচনা    করেছিলাম আমার আগের  ব্লগে .

 রুট সম্বন্ধে আজকে আলোচনা করব 

রুট কি 

রুট কেন করব

 রুট করার উপকারিতা কি

 রুট করলে কিছু ক্ষতি হবে নাকি? 


প্রথম প্রশ্ন রুট কি
এন্ড্রয়েড জগতে রুট হলো এমন একটি পদ্ধতি যেটির মাধ্যমে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে আমরা ম্যানুফেকচার কোম্পানি কর্তৃক যে শক্তি দিয়েছিল তার চেয়ে অধিক পরিমাণে ডিভাইসের হার্ডওয়্যার অথবা  সফটওয়্যার এর ব্যবহার করা । যেহেতু অ্যান্ড্রয়েড সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম লিনাক্স থেকে  সুতরাং রুট শব্দটি ও লিনাক্স ব্যবহারকারীর কাছ থেকেই বা লিনাক্স সফটওয়্যার  ডেভলপারদের কাছ থেকেই এসেছে . একটি উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি । ধরুন আপনার একটা সাইকেল আছে । এখন দোকান থেকে শুধু সাইকেলটি দিয়েছে ,আপনি যদি সাইকেল টিকে কিছু সংযোজন করেন যেমন সামনে একটি ঝুড়ি লাগিয়ে নেন বা কালার চেঞ্জ করেন এক্ষেত্রে আপনার সাইকেলটি যত টুকু সাইকেল কম্পানি দিয়েছিল তার চেয়ে অধিক ব্যবহার করলেন  সুতরাং  সাইকেলের যে সামনে ঝুড়ি লাগার কারণে আপনি বাড়তিবিধা পাচ্ছেন  এটি অ্যান্ড্রয়েড ফোনের রুট এর মতই এক কথায় অ্যান্ড্রয়েড ডিভাইসে আলাদা সুবিধা বা অতিরিক্ত সুবিধা ভোগ করার জন্য ডিভাইস থেকে পারমিশন নেয়া . 



                                                                   রুট কেন করব
রুট করার মূল উদ্দেশ্য হল আমরা ফোন কে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত কাজে লাগাবো যেহেতু অ্যান্ড্রয়েড ডিভাইস ওপেনসোর্স সেহেতু যে কেউ এটিকে ডেভলপ বা কাস্টমাইজ করতে পারে মূলত আমরা কাস্টমাইজ করার জন্য রুট করব ।

রুট করার উপকারিতা
অ্যান্ড্রয়েড ডিভাইসের প্রসেসর এর ওভারক্লকিং করাঃ সিপিইউ বা সিপিইউ স্পিড স্বাভাবিক অবস্থায় যতটা থাকে তারচেয়ে বেশি দ্রুত কাজ করানো অর্থাৎ  বিশেষ কাজে প্রসেসরের গতি বাড়ানোর প্রয়োজন পড়লে গতি বাড়ানো যায় যেমন কোনো ভালো গেম বা বড় কোনো সফটওয়্যার যদি ইনস্টল করা প্রয়োজন হয় সেক্ষেত্রে ওভারক্লকিং করলে ভালো পারফরম্যান্স পাওয়া যায় ।
 আন্ডারক্লকিং করাঃ যখন ডিভাইস এমনিতেই পড়ে থাকে বা চার্জে থাকে তখন সিপিইউ যাতে না কাজ করে সেক্ষেত্রে সিপিইউর আন্ডারক্লকিং করাঃ সিপিইউর   গতি কমিয়ে আনা এতে ব্যাটারির চার্জ বেশি থাকে  ।

কাস্টম ইউ আই   ইউ আই বলতে আমরা মূলত বুঝি ইউজার ইন্টারফেস আমরা   কোনো কিছু ব্যবহার করি  তখন তার ডিজাইন কে  ইউজার ইন্টারফেস বলে  । ইউজার ইন্টারফেসে আপনি বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন যেমন লক স্ক্রিন চেঞ্জ করতে পারবেন , ব্যাটারি আইকন চেঞ্জ করতে পারবেন,নেটওয়ার্ক আইকন চেঞ্জ করতে পারবেন ।
 এরপর কাস্টম রম  অনেক এন্ড্রয়েড ডেভলপাররা কাস্টম রম তৈরি করে থাকেন বিভিন্ন দামি ফোনের জন্য সেটিকে কনভার্ট বা পোর্ট করার মাধ্যমে অন্যান্য ডিভাইসে চালানো যায় এটি একটি বড় সুবিধা যে রুট করলে কাস্টম রম সেট আপ করা যায় ।কাস্টম রমের মাধ্যমে সিম্ফোনি বা ওয়ালটন চালাচ্ছেন সে ক্ষেত্রে আপনি যদি আইফোন যে অপারেটিং সিস্টেম আছে সেটি আপনার ফোনে ইন্সটল করে চালাতে পারবেন অথবা স্যামসাং এর কাস্টম রম আছে বা সফটওয়্যার আছে সেটি আপনি আপনার সিম্ফোনি বা ওয়ালটন ফোনের ফোনে ব্যবহার করতে পারবেন । রুট করলে আরো অনেক সুবিধা পাওয়া যায় এত টুকুই আমি তুলে ধরলাম আপনারা বাকিটা গুগল করে নিতে পারেন 
রুট করার অসুবিধা
 এখন আমি বলব রুট করলে যে আমরা মেইন যে অসুবিধা মনে করি সেটি হল ওয়ারেন্টি হারানোঃ যাবে কিন্তু এটি সবাই বলে ।আমি রুট করা অবস্থায় ওয়ারেন্টিতে পাঠিয়েছিলাম তারা আমার ডিভাইসটিকে ওয়ারেন্টিতে নিয়েছিল ।হতে পারে এমন  অন্য কোন ম্যানুফ্যাকচারার কোম্পানি রুট অবস্থায় ওয়ারেন্টিতে নেয় না কিন্তু যদি আপনি আনরুট করে আবার ওয়ারেন্টিতে দেন তাহলে কোন সমস্যাই হবে না ।
 ফোন ব্রিক করাঃ  ব্রিক মানে হলো ইট  । ফোন ব্রিক মানে হলো ফোনকে ইট বানানো । যা মূলত কোন কাজে লাগানো যায় না।এখানে ফোন ব্রিক বলতে ডিভাইসটিকে কার্যহীন বোঝানো হয়েছে । ব্রিক দুই প্রকার 
                  সফট ব্রিক বা সফটওয়্যার ব্রিক হয়ে যাওয়া 
                 দুই হল হার্ড ব্রিক
 হার্ড ব্রিক খুব কমই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেসব হয়েছে যেমন রুট করার পর কাস্টম রম ইন্সটল দেওয়ার পরে হঠাৎ অ্যান্ড্রয়েড ডিভাইস টি ওপেন হচ্ছে না বা বুট লোগো বা ফোনের যে কম্পানির নাম লেখা উঠছে আবার অফ হয়ে যাচ্ছে একেই বলে ।  অন্যটি হলো হার্ড ব্রিক বা হার্ডওয়ার ব্রিক  বলতে এন্ড্রয়েড রুট   করার পর কাস্টম রম ইন্সটল দিলেন তখন দেখলেন আপনার ডিসপ্লে উল্টো হয়ে গেছে বা লাইটিং পাচ্ছে না বা ফোনটি একদম অফ হচ্ছে আর অন হচ্ছে না, কোন ভাবেই অন হচ্ছে না হয়তোবা হার্ডওয়ারের কোন সমস্যার কারণে এটি ওপেন হচ্ছে না এটি মূলত হার্ড ব্রিক । 

 এখন রুট করার পদ্ধতি সম্বন্ধে আপনাদের কে বলবো রুট বিভিন্নভাবে করা যায় যেমন
 পিসি দিয়ে রুট করা যায়
 থার্ড পার্টি অ্যাপ দিয়ে রুট করা যায়
 আবার রিকভারি দিয়ে রুট করা যায় 
পরের ব্লগে কিভাবে রুট করবেন  লিখবো  ইনশাল্লাহ ।
Technical Moyaz এর সাথেই থাকুন । 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

Technical Moyaz (কিছু কথা)

 Al Moyaz     4:48 PM     Technical Moyaz     No comments   

আন্তরিক ভাবে দুঃখিত । অনেক দিন পর আসলাম ব্লোগে / প্রায় ১.৫ থেকে ২ বছর । কিছুই করার ছিলো না , আমার । কারণ আমার পরীক্ষা ছিল । আলহামদুলিল্লাহ্‌ আমি সার্থক হয়েছি । ইনশাল্লাহ এখন থেকে  আপনাদের সাথে যুক্ত থাকতে পারবো ।
আমার আগের যে পোস্ট গুলো আগের ব্লোগের দেখেছিলেন সেগুলো মুছে গেছে তাই আজ থেকে নতুন করে পোষ্ট করবো ।
আশা করি আপনারা  আগের মত পাশে থাকবেন ।
এই নতুন ব্লোগের নাম Technical Moyaz এবং URL Link Technical Moyaz
ধন্যবাদ ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
Newer Posts Home

Popular Posts

  • মাত্র ৩টি উপায়ে কিভাবে দ্রুত টাইপিং এক্সপার্ট হবো । Typing Tutorial -Technical Moyaz
      মাত্র ৩টি উপায়ে কিভাবে দ্রুত টাইপিং এক্সপার্ট হবো । 3steps to become a typing expert আপনি যেহেতু এই পোষ্ট খুজে পেয়েছেন তারমানে আপনি টাইপিং...
  • What is Android Root (রুট কি , রুট কেন করবো ,রুটের উপকার , অপকার )
    What is Android Root (রুট কি , রুট কেন করবো ,রুটের উপকার , অপকার  ) কেমন আছেন সবাই । আশা করি সবাই ভাল আছেন। আজকে আলোচনা করবো সেই পুরন...

Recent Posts

Categories

  • Android Root
  • Technical Moyaz

Unordered List

Pages

  • Home

Text Widget

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  March (1)
  • ►  2019 (11)
    • ►  April (1)
    • ►  March (1)
    • ►  February (4)
    • ►  January (5)
  • ▼  2018 (2)
    • ▼  December (2)
      • What is Android Root (রুট কি , রুট কেন করবো ,রুটের...
      • Technical Moyaz (কিছু কথা)

Copyright © Technical Moyaz | Powered by Blogger
Design by TECHNICAL MOYAZ